৳ ১১০ ৳ ৮৩
|
২৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
ভূত-প্রেত নিয়ে শিশু-কিশােরদের সীমাহীন কৌতূহলকে পুঁজি করে বাংলা ভাষায় ভূত-কাহিনিও একেবারে কম লেখা হয়নি। কিন্তু সেসব গল্প-উপন্যাস ভূতরহস্যের গিট খুলে দেয়ার বদলে ছােটদের সরল মনে ভূতের ভয়ই ছড়িয়ে দেয় বেশি বেশি করে। কিন্তু মানুষকে ভয় দেখানাে ছাড়া ভূতের কি আর কোনাে কাজ নেই? মানুষের কোনাে উপকারেই আসে না ভূতেরা? এ প্রশ্নেরই উত্তর খোঁজা হয়েছে ভালাে ভূতের কাণ্ড যতাে উপন্যাসে। রাহাতের দু-চারজন ঘনিষ্ঠ বন্ধু এসে ঘেটে ঘুঁটে দেখেছে, রাহাতের গায়ে চিমটি কেটে এটা-সেটা হাজার গণ্ডা প্রশ্ন করে উত্যক্ত করেছে, কিন্তু এই ভূতরহস্যের কোনাে কিনারা করতে পারেনি। বরং নিলয় এসে উল্টাপাল্টা আরও কিছু নতুন ঝামেলা বাধিয়েছে। দুনিয়ার সেরা ভূত-কাহিনির সিরিজ, কমিকস, হরর বই পড়ে পড়ে সে এসব বিষয়ে বিশেষজ্ঞ হয়ে উঠেছে। তার গুরু হচ্ছে মাসুম কাকা। নিলয়ের চেয়ে বছর পাচেকের বড়। গােলমেলে এই আলাে আঁধারিয়া জগতের সব অলি-গলির সন্ধান সে জানে। সেই মাসুম কাকার শিষ্য নিলয় একদিন এসে সব কিছু শুনে-টুনে অবাক করা তথ্য জানায়- রাহাতের মাথায় একটা নয়, এক ডজনেরও অধিক ভূতের উপস্থিতি থাকতে পারে! ব্যস, শুরু হলাে ভূতের রাজ্যে গােয়েন্দাগিরি। কিন্তু তাই বলে কি পােষাভূতের অস্তিত্বও পাওয়া যাবে! রাহাতের সাফল্যের পেছনে কি পােষাভূতের কোানাে হাত আছে? সেই রহস্য নিয়েই রফিকুর রশীদের লেখা ছোটদের উপন্যাস 'ভালাে ভূতের কাণ্ড যতাে'।
Title | : | ভালো ভূতের কাণ্ড যতো |
Author | : | রফিকুর রশীদ |
Publisher | : | পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড |
ISBN | : | 9847003802337 |
Edition | : | 2010 |
Number of Pages | : | 72 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
রফিকুর রশীদ জন্মগ্রহণ করেন ১৯৫৭ সালের ২৭ সেপ্টেম্বর, মেহেরপুরে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষে ১৯৮৩ সালে সিলেটের এক চা-বাগানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে শুরুহয় তার কর্মজীবন। মন টেকে না চা-বাগানে। অচিরেই যোগ দেন কলেজ শিক্ষকতায়। এখনও আছেন সেই প্রিয় পেশাতেই, মেহেরপুরের গাংনী কলেজে। একান্ত নিভৃতে কাব্যচর্চা দিয়ে লেখালেখির সুত্রপাত হলেও সত্তর দশকের শেষভাগে পত্র পত্রিকায় গল্প লিখেই রফিকুর রশীদের আত্মপ্রকাশ সাহিত্যজগতে। প্রথম গল্পটি লেখেন ছোটদের জন্যে। তারপর দেশের প্রায় সকল উল্লেখযোগ্য কাগজে বিরামহীন লিখে চলেছেন গল্প আর গল্প, সঙ্গে উপন্যাসও। ছোটদের বড়দের সকলের জন্যে। জীবনের সামান্য ঘটনাও শৈল্পিক বর্ণনা এবং বুনুন নৈপুন্যের কারণে তাঁর গল্পে অসামান্য মর্যাদা লাভ করে। চরিত্র চিত্রণ ও বর্ণনার বিশ্বস্ততাই কথাশিল্পী হিসেবে তাকে এনে দিয়েছে বিশিষ্টতা। ছোটদের জন্যে লেখা গল্প এবং উপন্যাসে রফিকুর রশীদ এনেছেন বিপুল বিষয়বৈচিত্র্য। প্রিয় প্রসঙ্গ মুক্তিযুদ্ধ তো আছেই, বিপুল উৎসাহ-উদ্দীপনা-কৌতুহলে ভরা, বিচিত্র বর্ণে বর্ণিল ছোটদের নিজস্ব। ভুবনের আলোচনা উপস্থাপন ঘটে চলেছে তাঁর লেখা শিশু ও কিশোর সাহিত্যে। বাংলাদেশ শিশু একাডেমী থেকে মুক্তিযুদ্ধভিত্তিক গল্পগ্রন্থ ‘প্রভাতফেরি’ প্রকাশের পর শিশুসাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে রফিকুর রশীদ অর্জন করেন এম. নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার এবং কাজী কাদের নওয়াজ শিশুসাহিত্য সম্মাননা।
If you found any incorrect information please report us